ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের বিরুদ্ধে আরো দু’নারীর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৫ অক্টোবর ২০১৬ , ০৯:০৯ এএম


loading/img

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যতোই এগিয়ে আসছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের সংখ্যাও বাড়েছে। যৌন কেলেঙ্কারি নিয়ে ওয়াশিংটন পোস্ট প্রকাশিত প্রতিবেদনের রেশ না কাটতেই আরো দু’নারী অভিযোগ করলো এ প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

অভিযোগকারীরা হলেন- ক্রিশ্চিন অ্যান্ডারসন এবং সামার জারভস।
 
৪৬ বছরের অ্যান্ডারসন অভিযোগ করেন, ১৯৯০ সালে নিউইয়র্ক ক্লাবে সম্পদশালী ট্রাস্প আমার স্কার্টের নিচ দিয়ে শরীর স্পর্শ করেন। আমি সেখানে মডেল হিসেবে প্রতিষ্ঠা পাবার জন্য কাজ করছিলাম।

এদিকে ৪১ বছরের সামার জারভস ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। তিনি শিক্ষানবিশ প্রতিযোগিতার পঞ্চম সেশনের প্রতিযোগী ছিলেন।
 
এ প্রসঙ্গে জারভস সম্মেলনে বলেন, চাকরি দেয়ার কথা বলে ট্রাম্প আমাকে যৌন হয়রানি করেছেন। ২০০৭ সালে বেভারলি হোটেলের বাংলোতে তিনি (ট্রাম্প) আমার ঠোটে চুমু খান। আমাকে তার পাশের সোফাতে বসতে বলে জড়িয়েও ধরেন। শরীর স্পর্শ করেন এবং জোর করে তার শয়নকক্ষে নেয়ার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

তবে বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এসব রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের মুখপাত্র হোপ হিকস।



এফএস/ এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |